ওয়াঘা সীমান্তে বিস্ফোরণের পর আজও থমকে রইল লাহোর

Updated By: Nov 3, 2014, 11:22 PM IST
ওয়াঘা সীমান্তে বিস্ফোরণের পর আজও থমকে রইল লাহোর
photo courtesy: www.dawn.com

ওয়াঘা সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণের চব্বিশ ঘণ্টা পরেও আতঙ্কে থমথমে লাহোর।  বিস্ফোরণে একষট্টি জনের মৃত্যুর ঘটনায়  গোটা শহরে শোকের ছায়া। জখম   দুশোরও বেশি মানুষ।  

স্থানীয় হাসপাতালে আজ সকালেও চোখে পড়েছে মৃত ও আহতদের স্বজনদের থিকথিকে ভিড়। আহতদের পাশে দাঁড়াতে এদিন দল বেঁধে হাসপাতালে রক্তদান করতে আসেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ঘটনা কেন ঘটল, তা নিয়ে জল্পনা চলছে মহল্লায় মহল্লায়। পাক তালিবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

পাকিস্তানে ওই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

.