এবার সপ্তাহে তিনদিন চলবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

  নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও মজবুত করার উদ্যোগ। সপ্তাহে দুদিনের পরিবর্তে এবার থেকে তিনদিন চলবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস।  দিন সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Updated By: Jan 4, 2015, 03:16 PM IST
এবার সপ্তাহে তিনদিন চলবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

ওয়েব ডেস্ক:  নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও মজবুত করার উদ্যোগ। সপ্তাহে দুদিনের পরিবর্তে এবার থেকে তিনদিন চলবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস।  দিন সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের।

এতদিন শুধুমাত্র মঙ্গলবার ও শনিবারই বাংলাদেশের যেত  কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। তবে এবার থেকে রবিবারও চলবে এই ট্রেন।  রবিবার  যাত্রার সূচনা করলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম জয়া ভার্মা সিনহা।

সপ্তাহে বাড়তি  আরও একদিন মৈত্রি এক্সপ্রসে পেয়ে  খুশি যাত্রীরা। তবে খুশির পাশাপাশি রয়েছে কিছু অভিযোগও। নতুন দিনে নতুন ভাবে যাত্রা শুরু করলেও যাত্রী নিরাপত্তার বিষয়ের ওপর বিশেষ নজর থাকছে বলে জানিয়েছেন ডিআরএম। ভবিষ্যতে পাঁচদিন এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ।

.