পিরানহা-ভর্তি পুকুরে ফেলে জেনারেলকে মৃত্যুদণ্ড দিলেন কিম

জেমস বন্ড সিরিজের ছবি, দ্যা স্পাই হু লাভড মি থেকেই নাকি ওই আইডিয়া পেয়েছেন কিম

Updated By: Jun 10, 2019, 01:38 PM IST
পিরানহা-ভর্তি পুকুরে ফেলে জেনারেলকে মৃত্যুদণ্ড দিলেন কিম

নিজস্ব প্রতিবেদন: সবসময় খবরের মধ্যেই থাকতে ভালোবাসেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। এবার ফের খবরে কিম।

সম্প্রতি এক অদ্ভূত উপায়ে তাঁর সেনাবাহিনীর এক জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন কিম। দোষী সাব্যস্ত ওই জেনারেলকে ঠেলে ফেলে দিয়েছেন পিরানহা মাছ ভর্তি এক পুকুরে। অ্যামাজনের ভয়ঙ্কর ওই মাছ ছিঁড়ে খেয়েছে ওই হতভাগ্য জেনারেলকে। এমনটাই খবর দিয়েছে দ্যা সান।

আরও পড়ুন-বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব গিরীশ কারনাড প্রয়াত

কেন এমন শাস্তি? অভিযোগ, কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ওই জেনারেল। তাঁকে গদিচ্যুত করার চেষ্টা করছিলেন।

ওই ব্রিটিশ সংবাদপত্র জানিয়েছে, কিমের রিংয়সিয়ং প্রাসাদের ভেতরে একটি পুকুর রয়েছে। সেখানে রয়েছে ব্রাজিল থেকে আমদানী করা কয়েকশো পিরানহা মাছ। প্রথমে ওই জেনারেলের দেহের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কোপানো হয়। তার পর তাঁকে ছুড়ে ফেলা হয় ওই জলাশয়ে। রক্তের স্বাদ পেয়ে ছুটে এসে ওই জেনারেলকে ছিঁড়ে খেয়েছে পিরানহার দল।

আরও পড়ুন-কাঠুয়ায় ধর্ষণ মামলায় ৬ জন দোষী সাব্যস্ত ও এক জনকে বেকসুর খালাস করল আদালত

১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল জেমস বন্ড সিরিজের ছবি, দ্যা স্পাই হু লাভড মি। সেখানে ভিলেন কার্ল স্টর্মবার্গ বিপক্ষকে খুন করতে হাঙর ভর্তি অ্যাকোয়েরিয়মে ছুড়ে ফেলে। সেখান থেকেই নাকি ওই আইডিয়া পেয়েছেন কিম।

.