আফগানিস্তানে ইসলামিক স্টেটকে সাহায্য করছে মার্কিন সেনা, অভিযোগ কারজাইয়ের
ওয়েব ডেস্ক: আফগানিস্তানে ইসলামিক স্টেটকে সাহায্য করছে মার্কিন সেনা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। লন্ডনে রাশিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাত্কারে তাঁকে প্রশ্ন করা হয়, দায়েশ বা আইসিস-কে কি ব্যবহার করছে মার্কিন সেনা? প্রাক্তন আফগান প্রেসিডেন্টের জবাব,"আমারও তাই সন্দেহ। আফগান লোকেরাই আমায় বলেছে, জঙ্গিদের হেলিকপ্টার দেওয়া হয়েছে। শুধু একটা অংশে নয়, গোটা দেশেই জঙ্গিদের হাতে হেলিকপ্টার তুলে দিয়েছে মার্কিন সেনা।"
তাঁর দাবি, মার্কিন সেনা ও সিআইএ-র ছত্রছায়ায় গোটা দেশে ছড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা। অথচ সন্ত্রাস রুখতে কয়েক বিলিয়ন ডলার খরচ করছে আমেরিকা। তা সত্ত্বেও আফগান জঙ্গিরা ৯/১১-র পর থেকে আরও শক্তিশালী হয়েছে।
কারজাইয়ের কথায়,''বোমার আঘাতে আমার দেশ ধ্বংস হয়ে যাক, সেটা আমি চাই না। আমরা শান্তি চাই।" তাঁর আরও দাবি, বিশ্বের শক্তিশালী বোমা ফেলে আফগানিস্তান থেকে জঙ্গি নির্মূল করতে চাওয়া আমেরিকার আসল উদ্দেশ্য ছিল না। এর পিছনে অন্য কারণ ছিল। উত্তর কোরিয়াকে ক্ষমতা দেখাতে এটা করেছিল তারা। কয়েকজন মারার জন্য কেউ বোমা ফেলে না।