নাবালক বিচার আইন কোন দেশে কীরকম? জেনে নিন এক নজরে

Updated By: Dec 23, 2015, 08:29 PM IST
নাবালক বিচার আইন কোন দেশে কীরকম? জেনে নিন এক নজরে

রাষ্ট্রসঙ্ঘের শিশু অধিকার রক্ষা সনদ বলছে, ১৮ বছরের নীচে যাদের বয়স তাদের সকলকেই নাবালক হিসাবে ধরে নিতে হবে। যদিও, জঘন্য অপরাধের ক্ষেত্রে বহু সদস্য দেশই এই নিয়ম থেকে সরে এসেছে।  

আমেরিকা- ঘৃণ্য অপরাধে অভিযুক্ত নাবালকের প্রাপ্তবয়স্কদের সমান সাজার আইন রয়েছে। তবে, অপরাধ যে সত্যিই ব্যতিক্রমী ও ঘৃণ্য সে বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকতে হবে।

ফ্রান্স- বয়স ১৬ পেরোলে বিচারকের ব্যাখ্যা সাপেক্ষে প্রাপ্তবয়স্কদের সমান শাস্তি দেওয়া যায়।

ইংল্যান্ড- যৌন নিগ্রহ বা খুনের মতো অপরাধে প্রাপ্তবয়স্কদের সমান সাজার আইন রয়েছে।

পাকিস্তান- বয়স সাত পেরোলেই প্রাপ্তবয়স্কের সমান সাজা দেওয়া যায়।

জাপান- বয়স ১৬ পেরোলে প্রাপ্তবয়স্কদের মতো একই শাস্তি।

চিন- অপরাধ যদি ঘৃণ্য হয়, তা হলে ১৪ বছর পেরোলেই নাবালকদের প্রাপ্তবয়স্কের সমান সাজার আইন রয়েছে ।

বাংলাদেশ- বয়স ষোলোর বেশি হলে প্রাপ্তবয়স্কের মতোই শাস্তি।

কানাডা- বয়স ১৪ পেরোলে শর্তসাপেক্ষে সাবালক ধরে নিয়ে ইয়ুথ কোর্টে বিচার।

ইতালি- ১৪ বছরের বেশি বয়সীরা জেনেবুঝে অপরাধ করলে সাধারণ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি দেওয়া যায়। তবে, সাজার মেয়াদ কম রাখার সুযোগ থাকে।

নেদারল্যান্ডস- ব্যতিক্রমী অপরাধে ষোলো থেকে আঠারো বছর বয়সীদের সর্বাধিক দু-বছর কারাবাসের শাস্তি।

জার্মানি- ১৪ থেকে ১৭ বছর বয়সীদের শাস্তির মেয়াদ সর্বাধিক দশ বছর।

শ্রীলঙ্কা- ১৬ বছর বয়স হলেই প্রাপ্তবয়স্কদের সমান সাজা।

.