ফের সমুদ্র থেকে উঠে এল সেই মাছ, সুনামির আতঙ্ক আবার!

জাপানের তোয়ামা এলাকায় মাছটি ধরা পড়েছে।

Updated By: Jan 15, 2020, 04:32 PM IST
ফের সমুদ্র থেকে উঠে এল সেই মাছ, সুনামির আতঙ্ক আবার!

নিজস্ব প্রতিবেদন : ফের উঠে এল সেই মাছ। জাপানি ভাষায় যার নাম রিউগু নো সুকাই। যাকে কি না জাপানের মানুষ মনে করেন, সমুদ্রের ভগবানের দূত। এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। এমনই মনে করে জাপানিরা। আর তার কারণ, বিধ্বংসী সুনামির আগে সেবার এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে এই মাছ। ফলে ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।

জাপানের তোয়ামা এলাকায় মাছটি ধরা পড়েছে। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ। জানা গিয়েছে, এই মরশুমে ছটি ওরফিশ ধরা পড়েছে। আর সেই জন্য বেশ আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী মানুষ। যদিও বিজ্ঞানীরা ওরফিশের সঙ্গে সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন। কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। ইন্দোনেশিয়া, জাপানের বিস্তর ক্ষতি হয়েছিল সেই ভয়ঙ্কর সুনামিতে।

আরও পড়ুন-  অস্ট্রেলিয়ায় গুলি করে মারা হবে ১০,০০০ উটকে, কারণ জানলে অবাক হবেন

রিউগু নো সুকাই নিয়ে জাপানিদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছিল ২০১১ সালে। সেবারও জাপানের উপকূল অঞ্চলে এক ডজন ওরফিশ দেখা গিয়েছিল। তার পরই ভয়ঙ্কর সুনামি হয়। এবারও তাই ওরফিশ দেখে ভয়ে আঁতকে উঠছে জাপানিরা। 

.