করোনার বিরুদ্ধে লড়তে নতুন ওষুধের ট্রায়াল শুরু করল জাপান

জুন মাসের শেষের দিকে ১০০ জন আক্রান্তের উপর পরীক্ষামূলকভাবে অ্যাভিগান প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার।

Updated By: Apr 1, 2020, 04:20 PM IST
করোনার বিরুদ্ধে লড়তে নতুন ওষুধের ট্রায়াল শুরু করল জাপান

নিজস্ব প্রতিবেদন— অ্যাভিগান সাধারণত ঠাণ্ডা লাগা বা সর্দি সারাতে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এবার সেই অ্যাভিগান ওষুধ করোনার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান। চিনে করোনা আক্রান্তদের চিকিৎসায় অ্যাভিগান ব্যবহার করে সাফল্য পেয়েছিলেন চিকিত্সকরা। যে সব আক্রান্তদের অ্যাভিগান দেওয়া হয়েছিল তাঁরা অন্যদের থেকে দ্রুত সেরে উঠেছিলেন। করোনার বিরুদ্ধে অ্যাভিগান যার জেনেরিক নাম ফ্যাভিপিরাভির ব্যবহারের ট্রায়াল শুরু করলে এবার জাপানের সংস্থা ফুজি ফিল্ম।

জুন মাসের শেষের দিকে ১০০ জন আক্রান্তের উপর পরীক্ষামূলকভাবে অ্যাভিগান প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার। ইতিমধ্যে এই ওষুধ প্রাণীদের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। প্রাণীদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের উপর এই ওষুধ ব্যবহার করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। নিউমোনিয়ায় আক্রান্তদের সারিয়ে তুলতে অ্যাভিগান ম্যাজিকের মতো কাজ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত সপ্তাহে জানিয়েছিলেন, তাঁর দেশ ভাইরাসের মোকাবিলায় অ্যাভিগানের অনুমোদন প্রক্রিয়া শুরু করবে। এর পরই এই ওষুধের ট্রায়াল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন—  পাকিস্তানে ২,০০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৮২, উদ্বিগ্ন ইমরানের প্রশাসন

একদল চিকিতসক জানিয়েছেন, অ্যাভিগান প্রয়োগে অসুস্থ ব্যক্তিকে দ্রুত সারিয়ে তোলা যায়। জাপানের কাছে এই ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু দেশ। করোনার টিকা আবিষ্কারে এখনও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বহু দেশের গবেষকরা। ফলে এই সময়টাতে প্রচুর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। করোনার প্রকোপ থেকে কীভাবে বাঁচা যায় তার রাস্তা খুঁজতে দিন—রাত এক করে কাজ করছেন চিকিত্সকরা। 

.