মুক্ত জাপানের সেক্স শপের মালকিন, এখনও আটক ভ্যাজাইনা আর্টিস্ট

জাপানের সেক্স শপের মালিক পুলিসি হেফাজত থেকে মুক্তি পেলেন। তবে তাঁর সঙ্গেই গ্রেফতার হওয়া ভ্যাজাইনা আর্টিস্ট এখনও জেলে। এই আর্টিস্ট নিজের ভ্যাজাইনার আকারে বিভিন্ন বস্তু তৈরি করতেন।

Updated By: Dec 8, 2014, 02:27 PM IST
মুক্ত জাপানের সেক্স শপের মালকিন, এখনও আটক ভ্যাজাইনা আর্টিস্ট

ওয়েব ডেস্ক: জাপানের সেক্স শপের মালিক পুলিসি হেফাজত থেকে মুক্তি পেলেন। তবে তাঁর সঙ্গেই গ্রেফতার হওয়া ভ্যাজাইনা আর্টিস্ট এখনও জেলে। এই আর্টিস্ট নিজের ভ্যাজাইনার আকারে বিভিন্ন বস্তু তৈরি করতেন।

সেক্স শপের মালিক ৪৪ বছরের মিনোরি ওয়াতানবেকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে জাপান জুড়ে বিতর্কের ঝড় ওঠে। টোকিয়ো পুলিস বাড়াবাড়ি করছে বলে অভিযোগ আনা হয়।

গত সপ্তাহে নিজের দোকানের ''উইন্ডোতে অশ্লীল পণ্য প্রদর্শন''-এর অভিযোগে গ্রেফতার করা হয় মিনোরিকে।

মিনোরির সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল মেগুমি ইগারাশি নামের এক শিল্পীকেও। তাঁর বিরুদ্ধে থ্রি ডি প্রিন্টারে নিজের যোনীর আকৃতির কায়াক তৈরির অভিযোগ ছিল। অশ্লীলতার দায়ে এর আগেও একবার মিনোরিকে একই কারণে গ্রেফতার করা হয়েছিল।

ইগারাশিকে এখনও আটক করে রেখেছে পুলিস। নিজের আইনজীবী ছাড়া আর কারোর সঙ্গেই এই শিল্পীকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

জাপানে পর্ণগ্রাফী ইন্ডাস্ট্রি যথেষ্ট বিস্তৃত হলেও সে দেশে সরাসরি যৌনাঙ্গের প্রদর্শন নিষিদ্ধ।

দোষী প্রমাণিত হলে ইগারাশির দু'বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ২.৫ মিলিয়ন ইয়েন জরিমানা হতে পারে।

 

.