নিলামে নিজের নোবেল পদকটাই বিক্রি করে দিলেন ওয়াটসন

Updated By: Dec 6, 2014, 05:51 PM IST
নিলামে নিজের নোবেল পদকটাই বিক্রি করে দিলেন ওয়াটসন

 

ওয়েব ডেস্ক: নিলামে নিজের নোবেল পদকটাই বিক্রি করে দিলেন জেমস ওয়াটসন। জেনেটিক্সের কীংবদন্তীর স্বর্ণপদকটি বিক্রি হয়েছে ৪৩ লক্ষ মার্কিন ডলারে। প্রাপকের জীবদ্দশায় নোবেল পদক বিক্রির উদাহরণ এটাই প্রথম। ১৯৬২তে ডিএনএ-র গঠন আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন ওয়াটসন।

তারপর থেকেই প্রাণীবিদ্যার ইতিহাসে নাম তাঁর নাম জুড়ে যায়। কিন্তু দুহাজার সাতে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন ওয়াটসন। এরপরই বিজ্ঞানী মহলে কার্যত একঘরে হয়ে পড়েন তিনি। সেই অভিমানেই নোবেল পদক বিক্রি করে দেওয়ার কথা ভাবছিলেন বলে কদিন আগেই জানিয়েছিলেন।  অবশেষে সেই নোবেল পদক বিক্রি হল লন্ডনের নিলামে।

.