জালালাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ৩৩, আহত অন্তত ১০০

পশ্চিম আফগানিস্তানের শহর জালালাবাদে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৩৩ জনের। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। শনিবার, সকালে, জালালাবাদে একটি ব্যাঙ্কের সামনে বেতন সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন সরকারি কর্মচারীরা। সেখানেই আত্মঘাতী হামলাটি হয়। তবে আক্রমণকারী নিজেরাই বোম পড়ে বিস্ফোরণ ঘটিয়েছে না কোনও গাড়ির মধ্যে বোম রেখে দেওয়া হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত নয় আফগানিস্তানের পুলিস।

Updated By: Apr 18, 2015, 05:13 PM IST
জালালাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ৩৩, আহত অন্তত ১০০

ওয়েব ডেস্ক: পশ্চিম আফগানিস্তানের শহর জালালাবাদে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৩৩ জনের। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। শনিবার, সকালে, জালালাবাদে একটি ব্যাঙ্কের সামনে বেতন সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন সরকারি কর্মচারীরা। সেখানেই আত্মঘাতী হামলাটি হয়। তবে আক্রমণকারী নিজেরাই বোম পড়ে বিস্ফোরণ ঘটিয়েছে না কোনও গাড়ির মধ্যে বোম রেখে দেওয়া হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত নয় আফগানিস্তানের পুলিস।

পুলিস প্রধান ফাজেল আহমেদ শেরজাদ একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন ''এটি একটি আত্মঘাতী বোমা হামলা, তবে কোন ধরণের আত্মঘাতী হামলা সেটা এখনও বোঝা যাচ্ছে না।''

তালিবানরা এই ঘটনার দায় স্বীকার করেনি। উল্টে আফগানিস্তানের এক তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন ''এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।''

২০০১ সালে আফগানিস্তান থেকে তালিবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে সেনা সরিয়ে নিয়েছে ন্যাটো। এক সময় যে আফগানিস্তানে ১ লক্ষ ৩০ হাজার সেনা মোতেয়েন করেছিল ন্যাটো, এখন সেখানে রয়ে গেছে হাজার খানেক। আফগানিস্তান সরকারের নিজস্ব সেনারাই তালিবান সহ অনান্য জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছে।

 

 

.