কানাডায় মোদীকে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান

এ অনেকটা দুধে চোনা পড়ার মত। ত্রিদেশীয় সফররের শেষদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান। বৃহস্পতিবার, ভ্যাঙ্কুভারে কানাডার প্রাচীনতম গুরুদ্বার দর্শনে গিয়েছিলেন মোদী। আর সেখানেই নিজের নামে বিরোধী স্লোগান  শুনলেন তিনি।   

Updated By: Apr 17, 2015, 03:31 PM IST
 কানাডায় মোদীকে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান

ওয়েব ডেস্ক:ত্রিদেশীয় সফররের শেষদিনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে কানাডার প্রাচীনতম গুরুদ্বার দর্শনে গিয়েছিলেন মোদী। আর সেখানেই এই পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে।

মোদী আসছেন, জানাই ছিল। রস স্ট্রিট গুরুদ্বার ও সুরেতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে  বিক্ষোভকারীরা আগে থেকেই জমা হয়ে ছিলেন। প্রধানমন্ত্রী আসতেই  মোদী বিরোধী স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তুলে ধরেন প্ল্যাকার্ড। ২০০২ সালের গুজরাত দাঙ্গা থেকে ধর্মনিরপেক্ষতা, প্ল্যাকার্ডে উঠে এসেছে অনেক ইস্যু।  

কমবেশি প্রায় ৫০০জন ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা  বিক্ষোভে জড়ো হয়েছিলেন।

বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও রাস্তায় আগে থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিস বাহিনী। আটকে দেওয়া হয়েছিল রাস্তা।

বিক্ষোভকারীরা কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বিরোধী স্লোগানও তোলেন। কয়েকদিন আগেই কানাডায় পাস হয়েছে সন্ত্রাস বিরোধী  আইন। এই আইনটিতে  পুলিস ও সেনার হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনেরবিরোধিতা করেন বিক্ষোভকারীরা।  

 

 

 

.