Israel Palestine Conflict: বোমা ছেড়ে এবার পাম্প! হামাসের সুড়ঙ্গে বন্যার পরিকল্পনা ইজরায়েলের

৭ অক্টোবর গাজা সীমান্তের কাছে ইজরায়েলের উপর হামাসের হামলায় কমপক্ষে ১২০০ জন নিহত হয়েছিল। বর্তমানে গাজায় ১৩৭ জন পুরুষ, মহিলা, শিশু, সৈন্য এবং বিদেশী নাগরিককে বন্দি করা হয়েছে।

Updated By: Dec 6, 2023, 11:27 AM IST
Israel Palestine Conflict: বোমা ছেড়ে এবার পাম্প! হামাসের সুড়ঙ্গে বন্যার পরিকল্পনা ইজরায়েলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দিদের মুক্তির জন্য যুদ্ধের সংক্ষিপ্ত বিরতির পরে, ইজরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। হামাস যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ইজরায়েল গাজায় আবার বোমা হামলা শুরু করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল এখন ভূমধ্যসাগর থেকে পাম্প করা জল দিয়ে গাজায় হামাসের টানেল ব্যবস্থা প্লাবিত করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইজরায়েল একটি বড় সিস্টেম পাম্প অ্যাসেম্বেল করেছে যা হামাসের টানেলগুলিকে প্লাবিত করার জন্য ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে হামাসের ব্যবহার করা ভূগর্ভস্থ পথ এবং আস্তানাগুলির নেটওয়ার্ক ধ্বংস করার চেষ্টা করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Tanzania Flood: টানা প্রবল বৃষ্টি! বন্যা ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু!

৭ অক্টোবর গাজা সীমান্তের কাছে ইজরায়েলের উপর হামাসের হামলায় কমপক্ষে ১২০০ জন নিহত হয়েছিল। বর্তমানে গাজায় ১৩৭ জন পুরুষ, মহিলা, শিশু, সৈন্য এবং বিদেশী নাগরিককে বন্দি করা হয়েছে।

জানা গিয়েছে, সমস্ত বন্দি মুক্তি পাওয়ার আগেই ইজরায়েল পাম্পগুলি ব্যবহার করার বিষয়ে বিবেচনা করবে কিনা তা পরিষ্কার ছিল না। হামাস এর আগে বলেছে যে তারা ‘নিরাপদ স্থান ও সুড়ঙ্গে’ বন্দিদের লুকিয়ে রেখেছে। এই বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন যে ইজরায়েলের জন্য টানেলগুলিকে ব্যবহারের অযোগ্য করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এর জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করছেন।

আরও পড়ুন: Indonesia: ভয়ংকর অগ্ন্যুৎপাতে মৃত্যু ১১ পর্বতারোহীর, নিখোঁজ ১২!

আরও জানা গিয়েছে যে ইজসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একজন কর্মকর্তা টানেল্গুলিকে প্লাবিত করার পরিকল্পনার বিষয়ে মন্তব্য করতে না চাইলেও, তিনি জানিয়েছেন, ‘আইডিএফ বিভিন্ন উপায়ে হামাসের সন্ত্রাসবাদী ক্ষমতাকে ধ্বংস করার জন্য কাজ করছে, বিভিন্ন সামরিক এবং প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে’।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইজরায়েল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিকল্পের কথা জানায়। কর্মকর্তারা জানতেন না যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার পরিকল্পনাটি বাস্তবায়নে কতটা মনোযোগী ছিল। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ইজরায়েল এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার বা বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.