হঠাত্ই টুইট ডোনান্ড ট্রাম্পের!

কুয়েত যখন দু'পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, তখনই এই টুইট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর মধ্যপ্রাচ্য সফরের ফল ফলতে শুরু করেছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ছটি আরব দেশ। তালিকায়, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইয়েমেন, বাহরিন, লিবিয়া ও মিশর।

Updated By: Jun 7, 2017, 09:20 AM IST
হঠাত্ই টুইট ডোনান্ড ট্রাম্পের!

ওয়েব ডেস্ক : কুয়েত যখন দু'পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, তখনই এই টুইট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর মধ্যপ্রাচ্য সফরের ফল ফলতে শুরু করেছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ছটি আরব দেশ। তালিকায়, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইয়েমেন, বাহরিন, লিবিয়া ও মিশর।

আরও পড়ুন- রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে ফের সন্ত্রাস নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শিয়া রাষ্ট্র ইরানের সঙ্গে ভাল সম্পর্কের জন্যই কাতারকে চাপে রাখছে সুন্নি দেশগুলি। আর পিছন থেকে মদত দিচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক মহল অবশ্য এমনই মনে করছে। সমস্যা সমাধানে সৌদি আর কাতারের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত।

.