ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ কম্পনে প্রাণ গেল প্রায় ৪০০ জনের, বাড়ছে মৃতের সংখ্যা

প্রবল ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ১০০টি আফটার শক অনুভূত হয়েছে বলে খবর 

Updated By: Nov 13, 2017, 10:47 PM IST
ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ কম্পনে প্রাণ গেল প্রায় ৪০০ জনের, বাড়ছে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন : ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের জেরে ক্রমশ বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ইরান-ইরাক সীমান্তের পাহাড়ি এলাকায় ভয়াবহ কম্পনের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০৭ জন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।

রিপোর্টে প্রকাশ, রবিবার রাতে ইরান-ইরান সীমান্তে ভূমিকম্পের পর এখনও পর্যন্ত প্রায় ১০০টি আফটার শক অনুভূত হয়েছে।

আরও পড়ুন : ইরাক-ইরান সীমান্তে প্রবল কম্পন, মৃত ২০৭ 

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তুপের নীচে এখনও কতজন আটকে রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও মেলেনি। তবে কম্পনের জেরে বহু রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ফলে, বেশ কিছু এলাকায় পাঠানো যায়নি উদ্ধারকারী দল। বেশ কিছু জায়গায় ধ্বসও নেমেছে বলে খবর। ফলে, ওই সব এলাকায় উদ্ধারকারী দল কিংবা প্রশাসনের কোনও কর্মীকেও পাঠানো যায়নি বলে খবর।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী জানিয়েছেন, ‘ঈশ্বর যেন ইরাক এবং ইরাকের মানুষকে রক্ষা করেন।’

.