বৌদ্ধ ধর্ম বেঁধেছে দু'দেশকে, মঙ্গোলিয়ায় পৌঁছে বললেন সুষমা

বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাগিন বাতেলগা-র সঙ্গে সক্ষাত্ করেন সুষমা স্বরাজ

Updated By: Apr 26, 2018, 01:13 PM IST
বৌদ্ধ ধর্ম বেঁধেছে দু'দেশকে, মঙ্গোলিয়ায় পৌঁছে বললেন সুষমা
ছবি- এএফপি

নিজস্ব প্রতিবেদন: বিদেশমন্ত্রী হিসাবে প্রথম মঙ্গোলিয়া সফরের দ্বিতীয় দিনে, দু'দেশের যৌথ আধ্যাত্মিক ঐত্যিহ্যের কথা স্মরণ করালেন সুষমা স্বরাজ। ৪২ বছরে এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পৌঁছলেন উলানবটরে। 

আরও পড়ুন- নিজস্বীতে কপিরাইট নেই বানরের

বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাগিন বাতেলগা-র সঙ্গে সক্ষাত্ করেন সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের সংস্কৃতি, ধর্ম এবং বিশ্বাসের যৌথ ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে হবে।           

আরও পড়ুন- তৃতীয় ব্যক্তিকে নিয়ে ইমরান-বুশরার জীবনে টানাপোড়েন

উল্লেখ্য, বুধবার বৌদ্ধ প্রধান দেশের প্রয়াত ১৯তম  কুশক বাকুলা রিনপোচে-র শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন সুষমা। সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বক্তৃতা রাখেন তিনি। সুষমা বলেন, ভারত-মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্ক মজবুত। দুই দেশের  বিশ্বাস, আধ্যাত্মিক ধ্যানধারণায় বৌদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে। উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত কুশক বাকুলা ছিলেন মঙ্গোলিয়ায় ভারতের রাষ্ট্রদূত।  

আরও পড়ুন- প্রবল বিতর্কেও আয়ের মুখ দেখছে ফেসবুক

মঙ্গলবার চিন সফর সেরে চেঙ্গিস খাঁ-র দেশে রওনা হন ভারতের বিদেশমন্ত্রী। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন ফরেন মিনিস্টার্স বৈঠকে যোগ দিতে বেজিংয়ে যান সুষমা।

.