ফোর্বসের প্রথম ৫০ জনের তালিকায় ৮ জন ভারতীয়!

ফোর্বস ইন্ডিয়ার এশিয়ার ৫০জন শক্তিশালী নারীর তালিকা প্রকাশ করল। তাতে ৫০ জনের মধ্যে রয়েছেন মোট ৮ জন ভারতীয়। এই তালিকায় ভারতীয় নারীরা কে কত নম্বরে স্থান পেলেন, দেখে নিন এক ঝলকে।

Updated By: Apr 7, 2016, 03:20 PM IST
ফোর্বসের প্রথম ৫০ জনের তালিকায় ৮ জন ভারতীয়!

ওয়েব ডেস্ক: ফোর্বস ইন্ডিয়ার এশিয়ার ৫০জন শক্তিশালী নারীর তালিকা প্রকাশ করল। তাতে ৫০ জনের মধ্যে রয়েছেন মোট ৮ জন ভারতীয়। এই তালিকায় ভারতীয় নারীরা কে কত নম্বরে স্থান পেলেন, দেখে নিন এক ঝলকে।

১) নীতা আম্বানি - তিনি রয়েছেন ফোর্বসের এই তালিকার একেবারে শীর্ষস্থানে।

২) অরুন্ধতী ভট্টাচার্য - তিনি রয়েছেন এই তালিকার দ্বিতীয় স্থানে।

৩) অম্বিগা ধীরজ - এই তালিকার ১৪ নম্বরে রয়েছে তাঁর নাম।

৪) দীপালি গোয়েঙ্কা - তিনি রয়েছেন এই তালিকার ১৬ নম্বরে।

৫) ভিনীতা গুপ্তা - তিনি রয়েছেন তালিকার ১৮ নম্বরে।

৬) চন্দা কোচর - তিনি রয়েছেন এই তালিকার ২২ নম্বরে।

৭) বন্দনা লুথরা - তিনি রয়েছেন তালিকার ২৬ নম্বরে।

৮) কিরণ মজুমদার শাউ - তিনি রয়েছেন তালিকার ২৮ নম্বরে।

 

.