মালয়শিয়ার MH17 বিমানে ছিলেন ভারতীয় স্টুয়ার্ট সঞ্জিত
কিছুক্ষণ আগেই ভারতের বিমানমন্ত্রী জানিয়েছেন মিসাইল হানার কবলে পড়া মালয়শিয়ার বিমানে ছিলেন না কোনও ভারতীয় যাত্রী। তবে বিমানর ১৫ জন ক্রুয়ের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত স্টুয়ার্ট সঞ্জিত সিং সান্ধু।
কুয়ালালামপুর: কিছুক্ষণ আগেই ভারতের বিমানমন্ত্রী জানিয়েছেন মিসাইল হানার কবলে পড়া মালয়শিয়ার বিমানে ছিলেন না কোনও ভারতীয় যাত্রী। তবে বিমানর ১৫ জন ক্রুয়ের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত স্টুয়ার্ট সঞ্জিত সিং সান্ধু।
সঞ্জিতের বাবা জিজর সিং জানিয়েছেন, "MH17 বিমানে থাকার কথা ছিল না সঞ্জিতের। এক সহকর্মীর সঙ্গে কাজের শিফট বদলের ফলেই দুর্ভাগ্যক্রমে ওই বিমানে উঠেছিলেন সঞ্জিত। পেনাং থেকে ফিরে খাওয়ার জন্য সঞ্জিতের প্রিয় খাবার রান্নার করবেন ঠিক করেছিলেন তাঁর মা। ও আমার সবথেকে ছোট সন্তান ও একমাত্র ছেলে। গতমাসে বাড়ি এসেছিল। এদিন বিমানে ওঠার আগে আমার সঙ্গে ফোনে কথা বলে সঞ্জিত। যদি জানতাম এটাই ওর সঙ্গে শেষে কথা!"
শুক্রবার ভোর ৪টের সময় পুত্রবধূর কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পান তাঁর বাবা, মা।