জন্মদিনে প্রিয় মদিবাকে ডুডলে স্মরণ গুগলের
গতবছর তাঁর জন্মদিনে ছিল শুধুই আরোগ্য কামনা। আর এবছর হৃদয় জুড়ে শুধুই তাঁর স্মৃতি। জননায়ক নেলসন ম্যান্ডেলার ৯৪ বছরের জন্মদিনে দুদলের মাধ্যেমে তাঁকে স্মরণ করল গুগল। জীবনের বিভিন্ন সময়ে মদিবার ৬টি অমূল্য বক্তব্যের মধ্যে দিয়ে দেখানো হয়েছে তাঁর জীবনের যাত্রাপথ।
গুগলের হোমপেজে প্রথমেই দেখা যাচ্ছে ফুলের মাঝে ম্যান্ডেলার মুখ। পরের পেজে গেলেই ছোট্ট ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে একজন অ্যানিমেটেড মানুষ। ছোট ছোট কুঁড়েঘরের ওপর ভেসে উঠছে ম্যান্ডেলার অমূল্য বক্তব্য, অপরকে চামড়ার রং, সে কোথা থেকে উঠে এসেছে বা ধর্মের জন্য ঘেন্না করার জন্য কেউ জন্মায়নি। ("No one is born hating another person because of the colour of his skin, or his background, or his religion." )
পরের স্লাইডে পাহাড়েও ওপর থেকে দেখা যাচ্ছে ৩টি বাড়ি। সঙ্গে ম্যান্ডেলার অমূল্য কথা, মানুষের ঘেন্না করতে শেখা উচিত্, যদি তারা ঘেন্না করতে শেখে তবেই তাদের ভালবাসতে শেখানো যাবে, ভালবাসা তার বিপরীতের থেকে অনেক সহজে মানুষের মনে জায়গা করে নেয়। ("People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love, for love comes more naturally to the human heart than its opposite.")
তৃতীয় স্লাইডে শুধুই ম্যান্ডেলার বাণী, মানুষ নিজে কীভাবে বাঁচছে তা জীবনে গুরুত্বপূর্ণ নয় কিন্তু অন্য মানুষের জীবনে সে কী পরিবর্তন নিয়ে আসেছে সেটাই তাঁর নিজের জীবন তৈরি করে দেয়। পরেরে স্লাইডে ম্যান্ডেলা গরাদের পিছনে। একটি ছোট্ট ফুটো দিয়ে এসে পড়া আলোর দিকে মুখ করে বই পড়ছেন। সঙ্গে তাঁর বক্তব্য, শিক্ষাই পৃথিবীকে আমূল বদলে দেওয়ার এখমাত্র পথ।
এরপরের স্লাইডে বিপূল জনতার সামনে বক্তব্য রাখছেন জননায়ক। বলছেন, মুক্তি মানে শুধুই বন্ধনমুক্ত হওয়া নয়। মুক্তি মানে সম্মানের সঙ্গে বাঁচা যা অন্যদেরও মু্ক্ত করবে। নেলসন ম্যান্ডেলা অরগাইনেশনের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি ছিলেন তিনি। বর্ণবিদ্বেষ, সমান অধিকার ও মানুষের মুক্তির দাবিতে গোটা জীবন উত্সর্গ করেছেন মদিবা।
দেখুন গুগল ডুডল,