দিওয়ালির রাতে ব্রিটেনে রহস্যজনক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত পরিবারের
ইয়র্কশায়ারের ব্রাডফর্ডের ক্লেটনে ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের রহস্যজনকভাবে ৪ জনের মৃতদেহ উদ্ধার হল। ২৭ অক্টোবর রাতে পুলিসের তত্পরতায় খোঁজ মেলে ৪ জনের মৃতদেহ।
ওয়েব ডেস্ক: ইয়র্কশায়ারের ব্রাডফর্ডের ক্লেটনে ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের রহস্যজনকভাবে ৪ জনের মৃতদেহ উদ্ধার হল। ২৭ অক্টোবর রাতে পুলিসের তত্পরতায় খোঁজ মেলে ৪ জনের মৃতদেহ।
বাড়ির দরজা ভেঙে পুলিস উদ্ধার করে জিতেন্দ্র ল্যাড (৪৯) ও তাঁর স্ত্রী দক্ষসা ল্যাড (৪৪) এবং তাঁদের দুই মেয়ে তৃষ্ণা ১৯) ও নিসা (১৭)-র নিথর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জিতেন্দ্র তাঁর স্ত্রী ও কন্যাদের খুন করে নিজে আত্মহত্যা করে। যদিও পশ্চিম ইয়র্কশায়ার পুলিস খুনের অভিযোগে তদন্তে নেমেছে। পুলিসের কাছে মিসিং লিঙ্ক অর্থাত কোনও প্রমাণ না মেলায় তদন্ত জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে পশ্চিম ইয়র্কশায়ার পুলিস কতৃপক্ষ
৮ বছর ধরে ল্যাড পরিবার ব্রাডফর্ডের ক্লেটনে বসবাস করছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, "দিওয়ালি উত্সবে গত শুক্রবার আনন্দ করছিল সবাই। কিন্তু এমন দুঃখজনক ঘটনায় আমরা মর্মাহত।"