আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে বন্দুকবাজদের হামলা, নিহত ১ জঙ্গি

আফগানিস্তানের হেরাতে ভারতীয় দূতাবাসে হামলা চালাল জঙ্গিরা। আজ ভোররাতে হামলা হয়। জানা গিয়েছে, বন্দুকবাজরা জোর করে দূতাবাসে ঢোকার চেষ্টা করে। পরে আশেপাশের বহুতলগুলি থেকেও লাগাতার গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

Updated By: May 23, 2014, 12:35 PM IST

আফগানিস্তানের হেরাতে ভারতীয় দূতাবাসে হামলা চালাল জঙ্গিরা। আজ ভোররাতে হামলা হয়। জানা গিয়েছে, বন্দুকবাজরা জোর করে দূতাবাসে ঢোকার চেষ্টা করে। পরে আশেপাশের বহুতলগুলি থেকেও লাগাতার গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

হামলার পরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আইটিবিপি ও আফগান জওয়ানরা। পাল্টা আক্রমণে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কতজন বন্দুকবাজ দূতাবাসে ঢুকে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। গোটা এলাকা জুড়ে সেনা টহলদারি চলছে। মনে করা হচ্ছে, দূতাবাসের পাশে বহুতলগুলিতে এখনও বেশ কয়েকজন জঙ্গি গা-ঢাকা দিয়ে থাকতে পারে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশ সচিব সুজাতা সিং নিজেও খোঁজখবর রাখছেন। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

.