বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া ভারতের

এই নিয়ে ৮ বার বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ভারত ও বাংলাদেশ। মহড়ায় অংশ নেন ভারতের মোট ১৭০ জন জওয়ান ও আধিকারিক। 

Updated By: Mar 4, 2019, 05:23 PM IST
বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া ভারতের

নিজস্ব প্রতিবেদন: পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া ভারতের। ২ দিনের এই মহড়ায় অংশগ্রহণ করেছে ভারতের রাজপুতানা রাইফেলস ও বাংলাদেশের ইস্ট বেঙ্গল ব্যাটেলিয়ন। 

 

রবিবার ও সোমবার ২ দিন ধরে চলে ভারত - বাংলাদেশের যৌথ সামরিক মহড়া। টাঙ্গাইলে এই মড়ায় অংশ নিয়েছেন ২ দেশের বাহিনীর জওয়ানরা। সন্ত্রাসদমনে ভারত ও বাংলাদেশের সমন্বয় আরও বাড়াতে এই মহড়া বলে জানানো হয়েছে।  

কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিআইএম আসন রফার ফর্মুলা

এই নিয়ে ৮ বার বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ভারত ও বাংলাদেশ। মহড়ায় অংশ নেন ভারতের মোট ১৭০ জন জওয়ান ও আধিকারিক। বিশেষ করে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে জঙ্গিদমনে এই ধরণের মহড়া বিশেষ কার্যকরী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

.