তিনি ঝড়ের কাছে রেখে গেলেন ঠিকানা
এটি হলিউডের কোনও ছবির পোস্টার নয়। রাশিয়ান পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে প্রকৃতির এমনই প্রলয়কাণ্ড।
Updated By: Oct 22, 2015, 01:44 PM IST
ওয়েব ডেস্ক: এটি হলিউডের কোনও ছবির পোস্টার নয়। রাশিয়ান পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে প্রকৃতির এমনই প্রলয়কাণ্ড।
ইতালির জিনোয়াকে কিছুক্ষণের মধ্যেই ঘিরে ফেলেছিল কালো মেঘে। সদূর সমুদ্র থেকে ভয়ঙ্কর টর্নোডো ধেয়ে আসছিল জিনোয়া উপকূলের দিকে। রাশিয়ান পর্যটক ইভগেনি রোকভ ছুটি কাটাতে এসেছিলেন। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে এইরকম অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হবেন কোনওদিন ভাবতে পারেননি। কোনও সময় নষ্ট না করে প্রায় দুই কিলোমিটার দূর থেকে প্রকৃতির ভয়ঙ্কর রোশানলের ছবি তুলতে থাকেন। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
ভিডিও দেখুন