আজ সরীসৃপ সচেতনতার দিন

আজ ২১ অক্টোবর মহাষ্টমীর রাত। কিন্তু, পৃথিবীটা যে সত্যিই অনেক বড়। তাই ২১ অক্টোবরের মানে শুধুই মহাষ্টমীর রাত দিয়ে শেষ হয়ে যাচ্ছে না। আজকের দিনটা শুধু দু পায়ে হাঁটা মানুষদেরই নয়। বরং, আজকের দিনটা আরও বেশি করে বুকে হাঁটা প্রাণী অর্থাত্‍ সরীসৃপদের নিয়ে।

Updated By: Oct 21, 2015, 05:54 PM IST
আজ সরীসৃপ সচেতনতার দিন

ওয়েব ডেস্ক: আজ ২১ অক্টোবর মহাষ্টমীর রাত। কিন্তু, পৃথিবীটা যে সত্যিই অনেক বড়। তাই ২১ অক্টোবরের মানে শুধুই মহাষ্টমীর রাত দিয়ে শেষ হয়ে যাচ্ছে না। আজকের দিনটা শুধু দু পায়ে হাঁটা মানুষদেরই নয়। বরং, আজকের দিনটা আরও বেশি করে বুকে হাঁটা প্রাণী অর্থাত্‍ সরীসৃপদের নিয়ে।

হ্যাঁ, ২১ অক্টোবর প্রতি বছরই পালন করা হয় সরীসৃপ সচেতনতা বারানোর জন্য। এ বছরও বিশ্বের নানা প্রান্তে হল অনেক কর্মশালা। অনকে জায়গাতেই মানুষকে বোঝানো হল, সরীসৃপরা এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে ঠিক কতটা প্রয়োজনীয়। পৃথিবীতে জীবন শুরুর প্রথম দিক থেকেই যে রয়েছে সরীসৃপরা।

সরীসৃপদের নিরাপদে এ গ্রহে বাস করতে দেওয়ার জন্য মানুষের আরও অনেক সচেতনতা দরকার। সেটাই বুঝিয়ে দেওয়া হল। বুকে হাঁটা ওই প্রাণীগুলো না থাকলে, এই পৃথিবীটাও যে মানুষের বসবাসযোগ্য থাকবে না।

.