চিনা জননী এবার সর্বোচ্চ ৩ সন্তানের জন্ম দিতে পারবেন

দেশে ৬৫-ঊর্ধ্ব মানুষের সংখ্যা বাড়ছে।

Updated By: May 31, 2021, 05:35 PM IST
চিনা জননী এবার সর্বোচ্চ ৩ সন্তানের জন্ম দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সব চেয়ে জনবহুল দেশ এবার তার জন্মনীতিতে বদল আনল।

সে দেশের সরকার জানিয়ে দিল, দেশের জন্মহারে নাটকীয় বদল (dramatic decline in births) এসেছে দেখে এখন থেকে তারা দম্পতিদের ৩ সন্তানের বাবা-মা হওয়ার অধিকার দিল (couple can have three children)।

সাম্প্রতিক census data-য় দেখা গিয়েছে চিনে শেষ কয়েক দশক ধরেই  working-age population কমছে। এদিকে দেশে ৬৫-ঊর্ধ্ব মানুষের সংখ্যাও বাড়ছে। এতে দেশের অর্থনীতি ধাক্কা খাচ্ছে।

আরও পড়ুন: Serial Killer চার্লস শোভরাজের মেয়ে Usha Sutliff যুক্ত কাউন্টার টেররিজমের কাজে!

দেশের বিপুল জনসংখ্যার সমস্যাকে মোকাবিলা করার লক্ষ্যে সেই ১৯৮০ সাল থেকে চিন (China) জন্ম নিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করে আসছে। তবে সে সময়ে চিন যে one-child policy নিয়েছিল সেজন্য বিশ্বে তার সমালোচনার শেষ ছিল না। যদিও ২০১৫ সালে চিন এই নীতিতে বদল আনে। বিবাহিত দম্পতিদের সে দেশে দুই সন্তানের বাবা-মা হওয়ার অধিকার দেয় চিনা সরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে চিনে জন্মহার ক্রমশ কমছে। তাই আবার নতুন করে ভাবনাচিন্তা। এবং তারই ফসল এই নতুন তিন-সন্তান নীতি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: 'দূর হোক বলসো-ভাইরাস' স্লোগান উঠল ব্রাজিলে

.