বিক্ষোভের সাত দিন, ফুঁসছে হংকং

অবাধ ভোটের দাবিতে  হংকংয়ের ছাত্র বিক্ষোভ  সাত দিনে পড়ল।  সরকারি দফতর গুলি এখনও ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। হংকংয়ের চিফ এক্সিকিউটিভ সি লিউংয়ের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। তবে ইস্তফা দিতে অস্বীকার করেছেন লিউং।  বিক্ষোভকারীদের আলোচনা বসতে অনুরোধ করেছন তিনি।

Updated By: Oct 3, 2014, 10:25 AM IST
বিক্ষোভের সাত দিন, ফুঁসছে হংকং

হংকং: অবাধ ভোটের দাবিতে  হংকংয়ের ছাত্র বিক্ষোভ  সাত দিনে পড়ল।  সরকারি দফতর গুলি এখনও ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। হংকংয়ের চিফ এক্সিকিউটিভ সি লিউংয়ের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। তবে ইস্তফা দিতে অস্বীকার করেছেন লিউং।  বিক্ষোভকারীদের আলোচনা বসতে অনুরোধ করেছন তিনি।

তবে লিউং পদত্যাগ না করলে প্রশাসনের সঙ্গে কোনও ভাবে আলোচনায় বসতে নারাজ ছাত্ররা।  দুহাজার সতেরর নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে হংকংয়ে । চিন সরকার হংকংয়ে ভোট করার অনুমতি দিয়েছে। কিন্তু সরকারের বেছে দেওয়া প্রার্থীরাই শুধু মাত্র ভোটে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়ছে চিন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন হংকংয়ের ছাত্ররা।

 

.