ভারত সফরে আসছেন ফেসবুক সিইও জুকারবার্গ
বিশ্বের দ্বিতীয় স্যোশাল নেটওয়ার্কিং দেশ ভারতে আসতে চলেছে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। অক্টোবরে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে আসছেন। তবে ইন্টারনেট ডট ওআরজি প্রচারে জুকারবার্গে ভারতে আসার উদ্দেশ্য সূত্রের খবর।
Updated By: Oct 1, 2014, 09:37 PM IST
ওয়েব ডেস্ক: বিশ্বের দ্বিতীয় স্যোশাল নেটওয়ার্কিং দেশ ভারতে আসতে চলেছে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। অক্টোবরে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে আসছেন। তবে ইন্টারনেট ডট ওআরজি প্রচারে জুকারবার্গে ভারতে আসার উদ্দেশ্য সূত্রের খবর।
অক্টোবরে ৯-১০ তারিখে হতে চলেছে ইন্টারনেট ডট ওআরজি সামিট। 'জনসংযোগ মানুষের অধিকার' প্রচারে ফেসবুক সহ আরও ছয় মোবাইল কোম্পানি ২০১৩ তৈরি করে Internet.org। পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট পৌঁচ্ছিয়ে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে ওঠে Internet.org।