১০ বছর ধরে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে জেল স্বামীর

Updated By: Aug 4, 2017, 07:31 PM IST
১০ বছর ধরে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে জেল স্বামীর
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ১০ বছর ধরে ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে ৯ বছরের জেল হল এক ব্যক্তির। ব্রিটেনের বাসিন্দা ওই ব্যক্তির কীর্তি সম্পর্কে মোবাইল ভিডিও দেখে জানতে পারেন তার স্ত্রী। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন- সিপেক নিয়ে দিল্লির প্রতিবাদ, সেই কারণেই কী ডোকালায় চিনা আগ্রাসন?

খবরে প্রকাশ, গত ১০ বছর ধরে প্রতি রাতে তাঁকে ধর্ষণ করত তাঁর স্বামী। শুধু তাই নয়, ধর্ষণ করার সময় গোটা ঘটনার ভিডিও করে রাখত অভিযুক্ত। তবে এতদিন সেই ঘটনা টের পাননি ওই মহিলা। সম্প্রতি, তাঁর স্বামী মোবাইল ফোনটি বাড়িতে ফেলে যাওয়ায় সামনে উঠে আসে গোটা ঘটনাটি। ভিডিওগুলি হাতে পান মহিলা। এরপরই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। গ্রেফতার করা হয় তাকে।

.