পাকিস্তানকে সতর্কবার্তা হিলারির

ভারতের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করা অবিলম্বে বন্ধ করুক পাকিস্তান। এমনই কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। তাঁর বক্তব্য, পাকিস্তান মনে করছে বাড়ির উঠোনে বুনো জন্তু পুষে রাখলে তা কেবল প্রতিবেশীকেই আক্রমণ করবে।

Updated By: Oct 2, 2011, 04:43 PM IST

ভারতের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করা অবিলম্বে বন্ধ করুক পাকিস্তান। এমনই কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। তাঁর বক্তব্য, পাকিস্তান মনে করছে বাড়ির উঠোনে বুনো জন্তু পুষে রাখলে তা কেবল প্রতিবেশীকেই আক্রমণ করবে। কিন্তু, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি যে শুধু ভারত বা আফগানিস্তানে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি তার প্রমাণ পাকিস্তানে একের পর এক জঙ্গি আক্রমণের ঘটনা। পাকিস্তানের মাটি থেকে জঙ্গিরা আমেরিকার উপরেও বারবার হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ক্লিনটন। এই ধরনের অস্থিরতার পরিবেশে পাকিস্তানের আম জনতাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেছেন হিলারি।

.