সন্ত্রাস নিয়ে তসলিমার টুইটে 'ডারউইনকে নিয়ে ব্যঙ্গ'!
পৃথিবী যখনই ধংসের মুখে পড়েছে, কথা বলেছেন শিল্পীরা, জানিয়েছেন প্রতিবাদ। নিজ নিজ আঙ্গিকে ধংসের প্রতিবাদ করেছেন প্রগতিশীলরা। কালান্তরের নানান সময়ে সৃষ্টি হয়েছে শিল্পের, সৃষ্টিশীলদের লেখা, আঁকায়, গানে, নাচে ফুটে উঠেছে সমাজ, সংস্কৃতি, সামাজিক বিবর্তন। এখন সময় আরও এক কালান্তরের। ঠাণ্ডা লড়াইয়ের আগুন নিভে গিয়েছিল ১৯৪৫ সালেই। তবে ছাইটা রয়ে গেছে আজও। বুদবুদের মতই সেই ছাই থেকেই বারুদ উড়ে বেড়াচ্ছে আর মানবজাতির রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে হিংসার ডিএনএ। গোটা বিশ্ব এখন যে মারণব্যাধিতে ভুগছে, তাঁর নাম আইসিস। ইসলামের নামে ইসলামিক স্টেটের কাণ্ডকারখানায় মানবজাতির বিবর্তনের ঠিক উল্টো পথে হাঠতে শুরু করেছে আধুনিক বিশ্ব। আর এই অশনি সংকেতের বিরুদ্ধে সাংকেতিক প্রতিবাদ করেছেন প্রতিবাদী কলম ধরা হাত, তসলিমা নাসরিন।
ওয়েব ডেস্ক: পৃথিবী যখনই ধংসের মুখে পড়েছে, কথা বলেছেন শিল্পীরা, জানিয়েছেন প্রতিবাদ। নিজ নিজ আঙ্গিকে ধংসের প্রতিবাদ করেছেন প্রগতিশীলরা। কালান্তরের নানান সময়ে সৃষ্টি হয়েছে শিল্পের, সৃষ্টিশীলদের লেখা, আঁকায়, গানে, নাচে ফুটে উঠেছে সমাজ, সংস্কৃতি, সামাজিক বিবর্তন। এখন সময় আরও এক কালান্তরের। ঠাণ্ডা লড়াইয়ের আগুন নিভে গিয়েছিল ১৯৪৫ সালেই। তবে ছাইটা রয়ে গেছে আজও। বুদবুদের মতই সেই ছাই থেকেই বারুদ উড়ে বেড়াচ্ছে আর মানবজাতির রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে হিংসার ডিএনএ। গোটা বিশ্ব এখন যে মারণব্যাধিতে ভুগছে, তাঁর নাম আইসিস। ইসলামের নামে ইসলামিক স্টেটের কাণ্ডকারখানায় মানবজাতির বিবর্তনের ঠিক উল্টো পথে হাঠতে শুরু করেছে আধুনিক বিশ্ব। আর এই অশনি সংকেতের বিরুদ্ধে সাংকেতিক প্রতিবাদ করেছেন প্রতিবাদী কলম ধরা হাত, তসলিমা নাসরিন।
ডারউইন, বিবির্তন তত্ত্বের আদিম স্রষ্ঠাকে নিয়েই এক ব্যঙ্গচিত্র, যেখানে লেখিকা সন্ত্রাসের বিবর্তনকারী মনুষ্য জাতির দিকে আঙুল নিক্ষেপ করে বলছেন, "আমি এই জানোয়ারদের আত্মীয় না!" দেখুন তসলিমা নাসরিনের টুইট।
Hey Darwin! Fuck your evolution! I am not a relative of these brutal animals! pic.twitter.com/4RH5Dj9hSN
— taslima nasreen (@taslimanasreen) July 12, 2016