ন্যাটোর জন্য খুলে দেওয়া উচিত আফগান সীমান্ত: মুখতার

ন্যাটো বাহিনীর জন্য পাক-আফগান সীমান্ত খুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মুখতার। মঙ্গলবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে মুখতার বলেন, `ন্যাটো-র সঙ্গে বোঝাপড়া করে আফগান সীমান্ত খুলে দেওয়া উচিত সরকারের। আমরা চেষ্টা করছি মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের সব দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে।`
গত বছর নভেম্বরে ন্যাটো বাহিনীর ড্রোন হামলায় মারা যান ২৪ জন পাক সেনা। ঘটনার তীব্র সমালোচনা করে পাকিস্তান। পাকিস্তান দিয়ে আফগানিস্তানে মার্কিন সেনার রসদ পাঠানোর জন্য আফগান সীমান্ত বন্ধ করে দেয় পাক সরকার। পাক-মার্কিন সম্পর্ক তিক্ত হয়। প্রসঙ্গত, সীমান্ত বন্ধ হওয়ার আগে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর জন্য যাবতীয় রসদের ৩০ শতাংশ পাঠানো হত পাক-আফগান সীমান্ত দিয়ে।

English Title: 
gvt should reopen afghan border for nato: mukhtar
Home Title: 

ন্যাটোর জন্য খুলে দেওয়া উচিত আফগান সীমান্ত: মুখতার

No
3108
Is Blog?: 
No