জার্মানিতে ইহুদি উপাসনালয়ের সামনে বেপরোয়া গুলি, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং বন্দুকবাজের

ওই ঘটনায় এখনও প্রযন্ত ১ জনকে আটক করেছে জার্মানির পুলিস। হামলার ঘটনার ভিডিও করার কথা স্বীকার করা হয়েছে পুলিসের তরফে

Updated By: Oct 10, 2019, 09:01 AM IST
জার্মানিতে ইহুদি উপাসনালয়ের সামনে বেপরোয়া গুলি, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং বন্দুকবাজের

নিজস্ব প্রতিবেদন: একেবারে নিউ জিল্যান্ডের মসজিদে হামলার ছায়া। জার্মানির হ্যাল-এ এক ইহুদি উপসনালয়ের সামনে বেপরোয়া গুলি চালাল বন্দুকবাজ। ওই গুলিতে নিহত ২ জন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মাথায় ক্যামেরা লাগিয়ে গুলি চালানার ঘটনার লাইভ স্ট্রিমিং করল হামলাকারী।

আরও পড়ুন-সঙ্গিন অবস্থাতেও যাদবপুরের স্টলে রেকর্ড টাকার অঙ্কে বই বিক্রি সিপিএমের   

হামলা শুরুর প্রথম আধ ঘণ্টায় হামলাকারী চিত্কার করে বলতে থাকে, দুনিয়ার সব সমস্যার শিকড় হল ইহুদিরা।

হামলার সময়ে ওই ইহুদি উপসনালয়টি প্রায় ভর্তি ছিল। এদিন ছিল ইয়ম কিপুর-এর অনুষ্ঠান ছিল। উপসনালয় ভর্তি হয়ে যাওয়ায় প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয়। ফলে সেখান ঢুকতেই পারেনি হামলাকারী। বারবার দরজায় ধাক্কা দেওয়ার পরও কেউ দরজা খোলেনি। এর পরেই সে রাস্তার এ মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। তার পরে কাছাকাছি কাবাবের দোকানে একজনকে গুলি করে সে।

এদিকে, ওই ঘটনায় এখনও প্রযন্ত ১ জনকে আটক করেছে জার্মানির পুলিস। হামলার ঘটনার ভিডিও করার কথা স্বীকার করা হয়েছে পুলিসের তরফে। প্রশাসনের তরফে বলা হচ্ছে, হামলাকারীর বয়স আন্দাজ ২৭, বাড়ি বেনড্রফে।

আরও পড়ুন-কোপেনহাগেনে কলকাতার পরিকাঠামোর উন্নতিতে আন্তর্জাতিক পুরস্কার পেলেন ফিরহাদ

এদিকে, ওই ঘটনা সম্পর্কে জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন, জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে সমবেনা জানাচ্ছি।

.