জার্মানিতে ইহুদি উপাসনালয়ের সামনে বেপরোয়া গুলি, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং বন্দুকবাজের
ওই ঘটনায় এখনও প্রযন্ত ১ জনকে আটক করেছে জার্মানির পুলিস। হামলার ঘটনার ভিডিও করার কথা স্বীকার করা হয়েছে পুলিসের তরফে
নিজস্ব প্রতিবেদন: একেবারে নিউ জিল্যান্ডের মসজিদে হামলার ছায়া। জার্মানির হ্যাল-এ এক ইহুদি উপসনালয়ের সামনে বেপরোয়া গুলি চালাল বন্দুকবাজ। ওই গুলিতে নিহত ২ জন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মাথায় ক্যামেরা লাগিয়ে গুলি চালানার ঘটনার লাইভ স্ট্রিমিং করল হামলাকারী।
আরও পড়ুন-সঙ্গিন অবস্থাতেও যাদবপুরের স্টলে রেকর্ড টাকার অঙ্কে বই বিক্রি সিপিএমের
হামলা শুরুর প্রথম আধ ঘণ্টায় হামলাকারী চিত্কার করে বলতে থাকে, দুনিয়ার সব সমস্যার শিকড় হল ইহুদিরা।
VIDEO: A member of the public films the gunman opening fire near a restaurant in the German city of Halle.
At least two people were shot dead in the attack that began at a synagogue and then spread to the streets. Police have arrested the suspect
— AFP news agency (@AFP) October 10, 2019
হামলার সময়ে ওই ইহুদি উপসনালয়টি প্রায় ভর্তি ছিল। এদিন ছিল ইয়ম কিপুর-এর অনুষ্ঠান ছিল। উপসনালয় ভর্তি হয়ে যাওয়ায় প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয়। ফলে সেখান ঢুকতেই পারেনি হামলাকারী। বারবার দরজায় ধাক্কা দেওয়ার পরও কেউ দরজা খোলেনি। এর পরেই সে রাস্তার এ মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। তার পরে কাছাকাছি কাবাবের দোকানে একজনকে গুলি করে সে।
এদিকে, ওই ঘটনায় এখনও প্রযন্ত ১ জনকে আটক করেছে জার্মানির পুলিস। হামলার ঘটনার ভিডিও করার কথা স্বীকার করা হয়েছে পুলিসের তরফে। প্রশাসনের তরফে বলা হচ্ছে, হামলাকারীর বয়স আন্দাজ ২৭, বাড়ি বেনড্রফে।
আরও পড়ুন-কোপেনহাগেনে কলকাতার পরিকাঠামোর উন্নতিতে আন্তর্জাতিক পুরস্কার পেলেন ফিরহাদ
এদিকে, ওই ঘটনা সম্পর্কে জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন, জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে সমবেনা জানাচ্ছি।