মার্কিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মোদীর ট্রাম্প কার্ড জিএসটি

বিদেশি লগ্নি টানতে নরেন্দ্র মোদীর ট্রাম্প কার্ড এখন জিএসটি। আমেরিকায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। বললেন, গত তিন বছরে কেন্দ্রের নীতির কারণে ভারতে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। জিএসটি কার্যকর হলে, বিদেশি লগ্নির সুবিধা আরও বাড়বে। ওয়াশিংটনের অ্যাপেল, গুগুল, অ্যামাজন, মাস্টারকার্ড সহ প্রথম সারির ২০টি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেন মোদী। ওয়াশিংটনের উইলার্ড হোটেলে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয়। ভারতে লগ্নির বিষয়ে উত্‍সাহ দেখিয়েছে মার্কিন শিল্পমহলও।

Updated By: Jun 26, 2017, 09:41 AM IST
মার্কিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মোদীর ট্রাম্প কার্ড জিএসটি

ওয়েব ডেস্ক: বিদেশি লগ্নি টানতে নরেন্দ্র মোদীর ট্রাম্প কার্ড এখন জিএসটি। আমেরিকায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। বললেন, গত তিন বছরে কেন্দ্রের নীতির কারণে ভারতে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। জিএসটি কার্যকর হলে, বিদেশি লগ্নির সুবিধা আরও বাড়বে। ওয়াশিংটনের অ্যাপেল, গুগুল, অ্যামাজন, মাস্টারকার্ড সহ প্রথম সারির ২০টি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেন মোদী। ওয়াশিংটনের উইলার্ড হোটেলে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয়। ভারতে লগ্নির বিষয়ে উত্‍সাহ দেখিয়েছে মার্কিন শিল্পমহলও।

এদিকে, ওয়াশিংটনে আজ মোদী-ট্রাম্প বৈঠক। ভারতীয় সময় গভীর রাতে দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে। তারপর যৌথ বিবৃতি। মোদীর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজনও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুজনেই। (আরও পড়ুন- মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসায় প্রেসিডেন্ট ট্রাম্প)

.