মোদীকে বিশ্বের সেরা অপরাধীদের তালিকায় রাখার ঘটনায ক্ষমা চাইল গুগল
দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের সঙ্গে একই সারিতে রাখা হয়েছিল নরেন্দ্র মোদীকে। এমন ভূল করেছিল সৌজন্যে গুগল ইমেজ সার্চ ইঞ্জিন। সবজান্তা গুগল বিশ্বে দশ শীর্ষ অপরাধীর তালিকা বানাতে গিয়ে এমন এক ভূল করে বসেছিল যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিল গুগল।
ওয়েব ডেস্ক: দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের সঙ্গে একই সারিতে রাখা হয়েছিল নরেন্দ্র মোদীকে। এমন ভূল করেছিল সৌজন্যে গুগল ইমেজ সার্চ ইঞ্জিন। সবজান্তা গুগল বিশ্বে দশ শীর্ষ অপরাধীর তালিকা বানাতে গিয়ে এমন এক ভূল করে বসেছিল যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিল গুগল।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, এমন ঘটনার জন্য তারা দায়ি নয়। এটা গুগলের মতামত নয়। এক ব্রিটিশ দৈনিকের খবর থেকেই এমন রেজাল্ট আসছিল বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ভূল না হয় তার জন্য অ্যালগোরিদাম বা গাণিতিক পদ্ধতির উন্নতি ঘটানো হবে। সঙ্গে এ কথাও বলা হয়েছে এই ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে গুগল।
গুগল ইমেজে গিয়ে বিশ্বের দশ সেরা অপরাধী লিখলেই দু নম্বরে আসছে মোদীর নাম। সবার আগে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তথা গ্যাংস্টার আল কাপোনে-কে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরটা প্রকাশিত হতেই সমালোচনার ঝড় ওঠে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সব পক্ষই এই বিষয়ে নিন্দা করছেন। মোদী সমর্থকদের দাবি, এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে গুগলকে। গুগল বলছে, এটা টেকনিক্যাল সমস্যা। তবে মোদী বিরোধীরা বলছেন, ২০০২ গুজরাটে সাম্প্রদায়িক হিংসার ঘটনার কথা সবাই ভুলে গেলেও গুগলের হিস্ট্রি ইঞ্জিন থেকে মোছা যায়নি, তাই এইরকম দেখাচ্ছে।