হোমস`এ ফের গোলাবর্ষণ, নিহত ১২

সিরিয়ার হোমস শহরে সরকারি সেনার গোলাবর্ষণ অব্যাহত। মঙ্গলবারও ব্যাপক গোলাবর্ষণে প্রাণ গেল ১২ জনের।এছাড়া আহতের সংখ্যা ১০০ জন। নিহতদের মধ্যে ২টি শিশু রয়েছে বলেও জানা গিয়েছে।

Updated By: Feb 21, 2012, 05:51 PM IST

সিরিয়ার হোমস শহরে সরকারি সেনার গোলাবর্ষণ অব্যাহত। মঙ্গলবারও ব্যাপক গোলাবর্ষণে প্রাণ গেল ১২ জনের।এছাড়া আহতের সংখ্যা ১০০ জন। নিহতদের মধ্যে ২টি শিশু রয়েছে বলেও জানা গিয়েছে।
সিরিয়ার মানবাধিকার কমিশনগুলি জানিয়েছে, প্রতি মিনিটে একটি করে গোলাবর্ষণহচ্ছে। শুধু হোমস-এই নয়, গোলাবর্ষণ চলছে পাশের শহর বাবা অ্যামরো-তেও। ব্যাপক হিংসার জেরে বাবা অ্যামরো-র মোট জনসংখ্যা ১০,০০০-এর মধ্যে প্রায় ৬০ শতাংশ মানুষ পালিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে। একের পর এক বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

.