করোনা আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ (Macron), বাতিল লেবানন সফর

করোনার জন্য এখনও রাতে কার্ফু জারি থাকছে ফ্রান্সে।

Updated By: Dec 18, 2020, 06:30 PM IST
করোনা আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ (Macron), বাতিল লেবানন সফর

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রীয় নেতাদের ছাড়ছে না করোনাভাইরাস। বরিস জনসন, ডোনাল্ড ট্রাম্পের (Boris Johnson, Donald Trump)পরে এ বার করোনা কাবু করে ফেলল ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁকে  (Emmanuel Macron)। 

বৃহস্পতিবার তাঁর করোনা ধরা পড়েছে বলে মাকরেঁর দফতর সূত্রে জানানো হয়েছে। এ-ও জানানো হয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য নিভৃতবাসেই (quarantine)থাকবেন তিনি। এবং সেখান থেকেই কাজকর্ম চালিয়ে যাবেন।

এর ফলে বাতিল হয়ে গেল মাকরেঁর লেবানন (Lebanon)সফর। পরের সপ্তাহে লেবানন সফরে যেতেন তিনি। অগস্টে বেইরুট বন্দরে (Beirut port explosion)
বিস্ফোরণ হয়েছিল। তার পরে মাকরঁর লেবানন সফর রাজনৈতিক সমীকরণের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

কোভিড-যুদ্ধে লড়ার জন্য ফ্রান্সে এখনও রাত ৮টা থেকে সারা রাত কার্ফু জারি থাকে। ক্রিসমাসের মুখেও বন্ধ থাকছে সে দেশের রেস্তোরাঁ, কাফেটেরিয়া, থিয়েটার এবং সিনেমা হল। এই পরিস্থিতিতে মাকরঁর করোনা আক্রান্তের ঘটনা। 

also read: Corona প্রতিরোধে আমাদের দু'টি ডোজই সব চেয়ে কার্যকরী: Oxford-AstraZeneca

 

.