লিবিয়া থেকে অপহৃত ৪ ভারতীয়, সন্দেহের তির আইসিস-এর দিকে

লিবিয়াতে অপহৃত হলেন ৪ ভারতীয়। শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই অপহরণের পিছনে রয়েছে আইসিস জঙ্গিরাই আছে বলে সন্দেহ করা হচ্ছে।

Updated By: Jul 31, 2015, 01:39 PM IST
 লিবিয়া থেকে অপহৃত ৪ ভারতীয়, সন্দেহের তির আইসিস-এর দিকে

ওয়েব ডেস্ক: লিবিয়াতে অপহৃত হলেন ৪ ভারতীয়। শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই অপহরণের পিছনে রয়েছে আইসিস জঙ্গিরাই আছে বলে সন্দেহ করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গত ২৯ জুলাই বেলা ১১টা নাগাদ অপহৃত হয়েছেন এই চার ভারতীয়।

মুখপাত্র জানিয়েছেন, অপহৃতদের মধ্যে তিনজন সির্তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অন্যজনও ওই বিশ্ববিদ্যালয়েরই কর্মচারী। তাঁদের মধ্যে দু'জন হায়দরাবাদ ও দু'জন আদতে কর্নাটকের বাসিন্দা।

স্বরূপ জানিয়েছেন বিদেশ মন্ত্রক ত্রিপোলির সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে। যোগাযোগ রাখা হচ্ছে অপহৃতদের পরিবারের সঙ্গেও। চার ভারতীয়র সুরক্ষা নিশ্চিত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন বিকাশ স্বরূপ।

এই ভারতীয়দের কারা অপহরণ করেছে সে বিষয়ে স্বরূপ কিছু না বললেও, টিভি চ্যানেলগুলিতে দাবি করা হয়েছে আইসিস জঙ্গিরাই সম্ভবত এই অপহরণের পিছনে রয়েছে।

যে অঞ্চল থেকে চার ভারতীয়কে অপহরণ করা হয়েছে, সেই অঞ্চলটি বর্তমানে আইসিস-এর দখলে।

 

.