ব্রিটেনের ভিসা পেতে ৩০০০ পাউন্ড!

বিলেতে ঘুরতে যেতে চান? আগে থেকে পকেট ভারী রাখুন। কারণ এবার থেকে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ঘানার আধিবাসীদের ছ`মাসের ব্রিটেন ভ্রমণের ভিসা পেতে জমা দিতে হতে পারে ৩ হাজার পাউন্ড। এই সমস্ত দেশ গুলি থেকে অবাঞ্ছিত অভিবাসনের সম্ভাবনা কমাতেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর।

Updated By: Jun 24, 2013, 11:43 AM IST

বিলেতে ঘুরতে যেতে চান? আগে থেকে পকেট ভারী রাখুন। কারণ এবার থেকে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ঘানার আধিবাসীদের ছ`মাসের ব্রিটেন ভ্রমণের ভিসা পেতে জমা দিতে হতে পারে ৩ হাজার পাউন্ড। এই সমস্ত দেশ গুলি থেকে অবাঞ্ছিত অভিবাসনের সম্ভাবনা কমাতেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনসার্ভেটিভ পার্টি অভিবাসন সমস্যা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং দ্রুত এর সমাধান করতে চান।
ব্রিটেনের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ১৮ বছরের অধিক বয়সী এই ছটি দেশের পর্যটকদের ব্রিটেনে আসতে গেলে প্রাথমিকভাবে ৩০০০ পাউন্ড জমা রাখতে হবে। তাদের ছ`মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি তাঁরা ব্রিটেনে থেকে যান সেক্ষেত্রে এই পুরো টাকাটাই ব্রিটিশ সরকারের কোষাগারে জমা পড়বে।
প্রথমিকভাবে পর্যটকদের উদ্দেশ্যে এই নিয়ম চালু হলেও এর প্রাথমিক উদ্দেশ্য অবাঞ্ছিত অভিবাসন রদ করা।

.