হীরের গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

চারিদিকে ছড়িয়ে আছে হীরে। যে দিকে চোখ যায় সেদিকেই শুধু হীরে আর হীরে। হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি হীরের পাথরে ধাক্কা খেলাম। পায়ের নীচের ধুলোটাও কেমন যেন চকচকে। বোঝা গেল ধুলোর মধ্যে হীরের টুকরো আছে। না না, কোনও স্বপ্ন নয়।

Updated By: Jun 23, 2013, 12:11 PM IST

চারিদিকে ছড়িয়ে আছে হীরে। যে দিকে চোখ যায় সেদিকেই শুধু হীরে আর হীরে। হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি হীরের পাথরে ধাক্কা খেলাম। পায়ের নীচের ধুলোটাও কেমন যেন চকচকে। বোঝা গেল ধুলোর মধ্যে হীরের টুকরো আছে। না না, কোনও স্বপ্ন নয়।
পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে নাকি এমন এক গ্রহ আছে যেখানে শুধুই হীরে আর হীরে। মানে যাকে বলা হচ্ছে হীরের গ্রহ। গ্রহের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘৫৫ কেনক্রি-ই’। এমনই দাবি কয়েকজন বিখ্যাত জোতির্বিজ্ঞানীর।
ইয়েল ইউনিভার্সিটির মার্কিন ও ফরাসি জোতির্বিদরা এক যৌথ অনুসন্ধানের মাধ্যমে এ গ্রহের খোঁজ পান। `৫৫ কেনক্রি-ই` নামের এ গ্রহটির আয়তন পৃথিবীর প্রায় দ্বিগুণ। ‘কনস্টেলেশন অব ক্যানসার’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জে সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ৫৫ কেনক্রি-ই।
বিজ্ঞানীরা জানান, ‘৫৫ কেনক্রি-ই’ গ্রহটির ভূপৃষ্ঠ পানি ও গ্রানাইটের পরিবর্তে হীরা ও গ্রাফাইট দিয়ে ঢাকা। নক্ষত্রপুঞ্জে আরও ৫টি গ্রহ তার কেন্দ্রকে লক্ষ্য করে ঘুরছে। গ্রহটি পৃথিবী থেকে আট গুণ বেশি ঘনত্ব সম্পন্ন। `৫৫ কেনক্রি-ই` গ্রহটি তার কক্ষপথে এতটাই দ্রুত আবর্তিত হচ্ছে যে তার বছর পূর্ণ হতে সময় লাগে মাত্র ১৮ ঘণ্টা।

.