দক্ষিণ চিনের বাজারে ছুরি হামলায় নিহত পাঁচ

শুক্রবার দক্ষিণ চিনের একটি বাজারে ছুরি যুদ্ধে প্রাণ হারালেন চার ব্যক্তি। পালাতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি পুলিসের গুলিতে মারা গেলেন

Updated By: Mar 14, 2014, 12:31 PM IST

শুক্রবার দক্ষিণ চিনের একটি বাজারে ছুরি যুদ্ধে প্রাণ হারালেন চার ব্যক্তি। পালাতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি পুলিসের গুলিতে মারা গেলেন

পরস্পর বিরোধী দুটি ভিন্ন সূত্র থেকে প্রাপ্ত থেকে পাওয়া খবরের একটি অনুযায়ী চিনের পশ্চিমপ্রান্তের মুসলিম অধ্যুষিত অঞ্চল জিনজিয়াং-এর দু`জন হকারের মধ্যে ঝামেলা থেকেই এই ঘটনার সূত্রপাত। অপর সূত্রটি বলছে ঝামেলাটা মূলত হকার ও ক্রেতাদের মধ্যে হয়েছিল।

দু`মাসে এই নিয়ে দু`বার ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল চিনে। দুই ক্ষেত্রেই জিনজিয়াং-এর অধিবাসীরা জড়িত থাকার অভিযোগ উঠেছে। পয়লা মার্চ দক্ষিণ-পশ্চিম চিনের এক স্টেশনে ছুরি হামলায় ২৯জন প্রাণ হারান। সরকার জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীদের এই দুই ঘটনার জন্য দুষেছে।

.