পুড়ছে অস্ট্রেলিয়া, কপালে ভাঁজ পরিবেশবিদদের

অনেক প্রদেশেই ৪০-এর ঘরে ঘোরাফেরা করছে তাপমাত্রা!

Updated By: Nov 30, 2020, 03:05 PM IST
পুড়ছে অস্ট্রেলিয়া, কপালে ভাঁজ পরিবেশবিদদের

নিজস্ব প্রতিবেদন: এ কি বিশ্ব জুড়ে আবহাওয়া বদলেরই ইঙ্গিত? না হলে হঠাৎ করে অস্ট্রেলিয়ায় এত গরম পড়ে যাওয়ার ব্যাখ্যা কী? বহু বছর এত গরম নভেম্বর দেখেনি অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশে তাপপ্রবাহের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সে দেশের আবহবিদেরা। রয়েছে দাবানলের আশঙ্কাও!

মোটামুটি ভাবে ডিসেম্বরের প্রথম থেকেই গ্রীষ্মকাল শুরু হয় অস্ট্রেলিয়ায়। কিন্তু এ বার নভেম্বরের শেষ থেকেই তাপমাত্রা চড়তে শুরু করেছে দেখে অনেকেরই কপালে ভাঁজ। সিডনি, নিউ সাউথ ওয়েলসের উত্তর, কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বে আগামী ৫-৬ দিন তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সে দেশের আবহাওয়াবিদেরা। দাবানলের জন্যও বাড়তি সতর্ক রয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন।

গরমকালে অস্ট্রেলিয়ায় তাপপ্রবাহ অবশ্য নতুন নয়। কিন্তু এ বার গ্রীষ্ম অনেক আগেই শুরু হওয়া এবং শুরু থেকেই তার পারদ চড়ে বসায় চিন্তিত হয়ে পড়ছেন সে দেশের প্রশাসন এবং পরিবেশবিদ। গত বছরও প্রবল গরমে পুড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপুল জমি। মানুষ ছাড়াও তখন মৃত্যু হয়েছিল অসংখ্য গবাদি পশুর। এ বার কি তেমনই কোনও বিপর্যয় অপেক্ষা করছে? প্রমাদ গুণছেন অস্ট্রেলিয়াবাসী।

আরও পড়ুন:  পোষ্যের সঙ্গে খেলতে গিয়ে পায়ের পাতায় চোট পেলেন বাইডেন

.