নেপালে ভূমিকম্পের জেরে ধসে ধ্বংস এভারেস্ট বেসক্যাম্প, মৃত অন্তত ১৫ পর্বতারোহী
প্রকৃতির রোষে ভয়াবহ ভূমিকম্পে বিদ্ধস্ত গোটা নেপাল। তার জেরে ধস নামল মাউন্ট এভারেস্টের পথেও। ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি এভারেস্ট বেসক্যাম্প। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন ১৫ জন পর্বতারোহী। নিখোঁজ অগুণিত। মৃতরা প্রত্যেকেই বিদেশী। উদ্ধার পেয়েছেন ১২ জন ভারতীয় পর্বতারোহী।
ওয়েব ডেস্ক: প্রকৃতির রোষে ভয়াবহ ভূমিকম্পে বিদ্ধস্ত গোটা নেপাল। তার জেরে ধস নামল মাউন্ট এভারেস্টের পথেও। ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি এভারেস্ট বেসক্যাম্প। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন ১৫ জন পর্বতারোহী। নিখোঁজ অগুণিত। মৃতরা প্রত্যেকেই বিদেশী। উদ্ধার পেয়েছেন ১২ জন ভারতীয় পর্বতারোহী।
খুম্বু আইসফলের কাছে প্রথম ধসটি নামে। এই অঞ্চলটি এমনিতেই বরফ ও তুষারে ঢাকা। এই অঞ্চলটির কাছেই বেশিরভাগ বেসক্যাম্প ছিল।
''আমরা এখনও বিস্তারিত প্রাণহানির কথা জানি না। এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রত্যেকেই বিদেশী।'' জানিয়েছেন নেপাল সরকারের পর্বতারোহণ বিভাগের আধিকারিক জ্ঞানেন্দ্র শ্রেঠা।
প্রাথমিকভাবে, জানা গিয়েছিল ৩০ জন পর্বতারোহী আহত। অসমর্থিত সূত্রে জানা গেছে অনান্য ক্লাইম্বারা দাবি করেছেন ধস নেমেছে এভারেস্ট ওঠার পথে আরও বেশি কিছু জায়গায়।
আহতদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে ধসের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আরও বেশ কিছু ক্লাইম্বার।
Images from Everest Base Camp by UTM student Azim Afif following the quake #Kathmandu @501Awani UTM camp is safe. pic.twitter.com/4fRBqm90lv
— Rizal Zulkapli AWANI (@rizalzulkapli) April 25, 2015