ফেসবুকের জনপ্রিয়তায় টান

দুহাজার চার সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার পর থেকেই ফেসবুকের যাত্রাপথ মসৃণ। যত দিন গেছে হাউই গতিতে বেড়েছে ইউজার সংখ্যা। জনপ্রিয়তার পারদও বরাবরই উর্ধমুখী। তবে এবার নাকি সত্যিই ভাটা পড়েছে ৮ বছর পুরোনো এই সোশ্যাল ওয়েবসাইটের জনপ্রিয়তায়।

Updated By: Aug 23, 2012, 10:45 AM IST

দুহাজার চার সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার পর থেকেই ফেসবুকের যাত্রাপথ মসৃণ। যত দিন গেছে হাউই গতিতে বেড়েছে ইউজার সংখ্যা। জনপ্রিয়তার পারদও বরাবরই উর্ধমুখী। তবে এবার নাকি সত্যিই ভাটা পড়েছে ৮ বছর পুরোনো এই সোশ্যাল ওয়েবসাইটের জনপ্রিয়তায়। বিশ্বাস না হলেও তথ্য অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। পরিসংখ্যান বলছে, ১০ কোটি নতুন ইউজার তৈরি করতে ফেসবুকের লেগেছে ২১৫ দিন। এমনকী, চাপে পড়ে ইউজারদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও কড়া নীতি আনতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।
কিছুদিন আগেও ১০ কোটি নতুন ইউজার তৈরি করতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির হাতে গোনা কয়েকটা দিন লাগত। কিন্তু এবার ৮০ কোটি থেকে নব্বইয়ের ঘরে পৌঁছতে ফেসবুকের সময় লেগেছে পাক্কা ২১৫ দিন। ২০০৮ সালের পর এই প্রথম ১০ কোটির গণ্ডি পেরোতে ফেসবুকের ২০০ দিনের বেশি সময় লাগল। ফেসবুক কর্তৃপক্ষের চিন্তা আরও বাড়িয়েছে কানাডা, আমেরিকার মতো উন্নত দেশগুলি। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, গত দু বছরের তুলনায়, চলতি বছরের জুনের পর থেকে এই দুই দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৯ শতাংশ কমেছে। একইসময়ে ইউরোপে ব্যবহারকারীর সংখ্যাটা কমেছে ৩২ থেকে ২৫ শতাংশ হারে। 
এর জন্য ২০০৯ সালে ফেসবুকের গোপনীয়তা নীতির রাশ আলগা করাকেই দায়ী করছেন অনেকে। কারণ এই নীতির ফলে ইউজারদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য খুব সহজেই তৃতীয় পক্ষ বা বিজ্ঞাপনদাতাদের কাছে পৌঁছে যাচ্ছিল। বাধ্য হয়ে একবার ফের গোপনীয়তা নীতিতে লাগাম পড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।
 

.