এখনও ক্ষুব্ধ জাপানের আগ্নেয়গিরি, মৃতের সংখ্যা বেড়ে ৪৮

গত এক দশকের মধ্যে জাপানের ভয়াবহতম আগ্নেয়গিরি অগ্ন্যুত্পাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৮।  

Updated By: Oct 1, 2014, 02:44 PM IST
এখনও ক্ষুব্ধ জাপানের আগ্নেয়গিরি, মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ওয়েব ডেস্ক: গত এক দশকের মধ্যে জাপানের ভয়াবহতম আগ্নেয়গিরি অগ্ন্যুত্পাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৮।  

গত সপ্তাহের শনিবার মাউন্ট ওনটাকে থেকে অগ্নুৎপাত শুরু হয়। বিষাক্ত গ্যাস ও পরবর্তী অগ্নুৎপাতের সম্ভাবনা প্রবল থাকায় উদ্ধারকার্য একদিন দেরি হয়ে যায়।

টোকিয়োর পশ্চিমদিক থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মাউন্ট ওনটাকে-এর অগ্নুৎপাতের পর মারণ ছাই ও পাথর বৃষ্টির কবলে পড়েন বহু পর্বতারোহী। বেশ কিছু শিশুও ছিল সেই দলে।  

মিলিটারি সূত্রে খবর অন্তত ১০জনের মৃত্যু ঘটেছে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হওয়ার ফলে।

পর্বতারোহীরা জানিয়েছেন এই অগ্নুৎপাত নিয়ে আগে থেকে কোনও সতর্কবার্তা ছিল না। দুপুরের ঠিক আগে শুরু হওয়া এই অগ্নুৎপাতে আটকে পড়েন অন্তত ১০০ জন।

 

.