মারামারির জেরে বিমানের জরুরি অবতরণ ইস্তানবুলে

আকাশে অসভ্যতা। হ্যাঁ, এছাড়া আর কীভাবেই বা বর্ণনা করা সম্ভব এই কাণ্ডটিকে। ৩০ হাজার ফুট উচ্চতায় একটি লন্ডনগামী বিমানে মারামারির ঘটনায় হঠাত্ ইস্তানবুলে জরুরি অবতরণ করাতে হল বিমানটিকে।

Updated By: Jan 16, 2017, 03:23 PM IST
মারামারির জেরে বিমানের জরুরি অবতরণ ইস্তানবুলে

ওয়েব ডেস্ক: আকাশে অসভ্যতা। হ্যাঁ, এছাড়া আর কীভাবেই বা বর্ণনা করা সম্ভব এই কাণ্ডটিকে। ৩০ হাজার ফুট উচ্চতায় একটি লন্ডনগামী বিমানে মারামারির ঘটনায় হঠাত্ ইস্তানবুলে জরুরি অবতরণ করাতে হল বিমানটিকে।

বেইরুট থেকে লন্ডনগামী মিডল ইস্ট এয়ারলাইন্স-এর বিমানটিতে এক মধ্য বয়স্ক ব্যক্তিকে হঠাত্ই মারমুখী হয়ে উঠতে দেখা যায়। কেবিন ক্রু এবং এয়ার হোস্টেসরা ছুটে এসে গোলমাল থামাতে চাইলে ওই মাঝবয়সী ব্যক্তি তাদের একজনকে গায়ের জোরে সরিয়ে দিয়ে আরেক প্রস্থ আঘাত করে এক যুবককে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মুখে দাড়ি ও কালো চুলের আহত যুবককেও। অবশেষে বিমানের ক্যাপ্টেন স্থির করেন যে, খুব তাড়াতাড়ি বিমানটিকে মাটিতে নামাতে হবে। অবতরণের পরই চার নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে। গত বুধবার ঘটা ঘটনাটি দ্য মিরর সামনে এনেছে। তবে ভিডিওটি জনসমক্ষে এসেছে আজই। এবার দেখুন সেই ভাইরাল ভিডিও-

 

আরও পড়ুন- কিরঘিজস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৩২

.