১০০ পেরিয়েও রোজ সকালে জিমে যান ঠাকুমা

কে বলেছে চল্লিশ পেরোলেই চালশে। অন্তত নিউয়র্কের এলিজাবেথ স্মিথ তা একেবারেই মানেন না। সদ্য পেরিয়েছেন একশো বছরের গণ্ডী। নিজেকে ফিট রাখতে এখনও নিয়মিত জিমে যান শতাব্দী পার হয়ে আসা এই ঠাকুমা।

Updated By: Apr 26, 2014, 01:17 PM IST

কে বলেছে চল্লিশ পেরোলেই চালশে। অন্তত নিউয়র্কের এলিজাবেথ স্মিথ তা একেবারেই মানেন না। সদ্য পেরিয়েছেন একশো বছরের গণ্ডী। নিজেকে ফিট রাখতে এখনও নিয়মিত জিমে যান শতাব্দী পার হয়ে আসা এই ঠাকুমা।

নিউ ইয়র্কের এলিজাবেথ স্মিথ যে বছর জন্মেছিলেন, সেই উনিশো চোদ্দতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তারপরে আরও একটা বিশ্ব যুদ্ধ দেখেছেন তিনি। উড্রু উইলসন থেকে শুরু করে বারাক ওবামা, পার হয়ে এসেছেন সতেরোজন মার্কিন প্রেসিডেন্টের শাসনকাল। ১০০ বছর পেরিয়েও সময় দমাতে পারেনি তাঁর জীবনতৃষ্ণাকে। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে যান শতবর্ষের এলিজাবেথ স্মিথ।

এলিজাবেথ স্মিথকে নিয়ে উচ্ছ্বসিত নিউ ইয়র্ক স্পোর্টস ক্লাবের জিমের প্রশিক্ষকও। বয়স যে কোনও বাধাই নয়। তাকে ফুত্কারে উড়িয়ে জীবনের পথে যে দৃঢ়ভাবে এগিয়ে চলা যায়, তারই এক অসাধারণ উদাহরণ তুলে ধরেছেন একটা শতাব্দী পার হয়ে আসা নিউ ইয়র্কের এলিজাবেথ স্মিথ।

.