পিরামিডের দেশের লোকেরাও বিপদে নোট বাতিলের জন্য!

কমাল আখতার, ইসলাম আখতার মিশরের কায়রো শহরের ব্যবসায়ী। বিসিসি আযোজিত ডিসেম্বরে ট্রেড ফেয়ার হবে। তাতে অংশ নিতে এসেছেন শহরে। মিলন মেলা,  পার্ক সার্কাস মেলা, বিধান নগর মেলা। গত কুড়ি বছর ধরে আসছেন।

Updated By: Nov 22, 2016, 04:06 PM IST
পিরামিডের দেশের লোকেরাও বিপদে নোট বাতিলের জন্য!

ওয়েব ডেস্ক: কমাল আখতার, ইসলাম আখতার মিশরের কায়রো শহরের ব্যবসায়ী। বিসিসি আযোজিত ডিসেম্বরে ট্রেড ফেয়ার হবে। তাতে অংশ নিতে এসেছেন শহরে। মিলন মেলা,  পার্ক সার্কাস মেলা, বিধান নগর মেলা। গত কুড়ি বছর ধরে আসছেন।

আরও পড়ুন ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দশ টনের কন্টেনার রয়েছে ৩১০ বাক্স কলকাতা বিমানবন্দরে। হ্যান্ডিকাফ্ট,। ছেলে তিন বছর ধরে আসছেন। ছয় হাজার ডলার ক্যারি করছেন,  গত ১৫ নভেম্বর আসেন। ট্যাক্সি ভাড়া দিতে পারছেন না,  খেতে পারছেন না,  হোটেল ভাড়া দিতে পারছেন না। কনটেনার ক্লিয়ারেন্স করতে পারছেন না তিন লাখ টাকা দিয়ে। পুরনো বন্ধুদের থেকে ধার নিয়ে দিন গুজরান করছেন।

আরও পড়ুন  লজ্জার মুকুট উঠল কলকাতা শহরের মাথায়!

.