ভূমিকম্পে কেঁপে উঠল বালি, আতঙ্কে রাস্তায় পর্যটকরা!

এই ভূমিকম্পে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড।

Updated By: Jul 16, 2019, 09:15 AM IST
ভূমিকম্পে কেঁপে উঠল বালি, আতঙ্কে রাস্তায় পর্যটকরা!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি। আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি (EMSC) টুইট করে জানিয়েছে, এই ভূমিকম্পে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড। ইএমএসসি সূত্রে খবর, ভূমিকম্পের উত্সস্থল বালির দেনপাসারের ১০২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে।

জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ায় পর্যটকদের পীঠস্থান বালি ও সংলগ্ন বিস্তির্ণ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কম্পন খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। তাই তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের জেরে স্থানীয় একটি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের ফলে ওই স্কুলের আংশিক ক্ষতি হয়েছে।

.