ফের কেঁপে উঠল জাপান
ভূমিকম্পে ফের কেঁপে উঠল জাপান। টোকিও ও তার আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। দক্ষিণপূর্ব জাপানের ইজু দ্বীপের সমুদ্রতল থেকে ২৩০ মাইল নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭।
Updated By: Jan 1, 2012, 08:58 PM IST
ভূমিকম্পে ফের কেঁপে উঠল জাপান। টোকিও ও তার আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। দক্ষিণপূর্ব জাপানের ইজু দ্বীপের সমুদ্রতল থেকে ২৩০ মাইল নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপান সরকার। গত ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরপূর্ব জাপান। কমপক্ষে ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ক্ষতির পরিমাণ ছিল কয়েক লক্ষ টাকা।