ফের ভূমিকম্প জাপানে, তবে সুনামির আশঙ্কা নেই
জাপান, জাপান, ইকুয়েডর। ফের জাপান। ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা।
Updated By: Apr 18, 2016, 06:33 PM IST
ওয়েব ডেস্ক : জাপান, জাপান, ইকুয়েডর। ফের জাপান। ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা।
তবে আজ ভূমিকম্পের তীব্রতা অত ছিল না। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। জাপানের কিকুচি থেকে ২৫ কিলোমিটার দূরত্বে ছিল ভূমিকম্পের উত্সস্থল। কম্পন অনুভূত হয় জাপানের কুমামোতো ও কিয়ুশুতেও।
এর আগে শনিবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইকুয়েডর। প্রাণ হারান শতাধিক মানুষ। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত হওয়ায় একদিকে জাপান, অন্যদিকে ইকুয়েডর বরাবরই ভূমিকম্পপ্রবণ।
Tags: