ওজন কমান, সোনা জিতুন
না না ভুয়ো বিজ্ঞাপন নয়। সোনার লোভ দেখিয়ে ওজন কমানোর স্কিম। যদি আবার কোনও টাকা খরচ না করে সোনা লাভ করা যায় তবেই সেই লাভে লোভ করাই ভাল। কী বলেন। দুবাই সরকার এমনই একটা অদ্ভুত কিন্তু মজার স্কিম বার করল। দেশবাসীর স্বাস্থ্য ফেরাতে ঘোষনা করা হল শরীরে ওজন কমাতে পারলেই হাতে খাঁটি সোনা।।
না না ভুয়ো বিজ্ঞাপন নয়। সোনার লোভ দেখিয়ে ওজন কমানোর স্কিম। যদি আবার কোনও টাকা খরচ না করে সোনা লাভ করা যায় তবেই সেই লাভে লোভ করাই ভাল। কী বলেন। দুবাই সরকার এমনই একটা অদ্ভুত কিন্তু মজার স্কিম বার করল। দেশবাসীর স্বাস্থ্য ফেরাতে ঘোষনা করা হল শরীরে ওজন কমাতে পারলেই হাতে খাঁটি সোনা।।
শুক্রবারই ছিল এই প্রকল্পে নাম লেখানো শেষ দিন। এই প্রকল্পের সময়সীমা ৩০দিন। রমজান উপলক্ষে অভিনব এই প্রকল্প এনেছে দুবাই প্রশাসন। শর্ত রাখা হয়েছে, ১ কিলোগ্রাম ওজন কমাতে পারলেই পুরস্কার ১ গ্রাম সোনা। যাঁরা প্রতিযোগিতায় অংশ নেবেন, তাঁদের `গোল্ডেন লুজার` উপাধি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।